টাকার লোভ দেখিয়ে রংপুরের পীরগাছায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রুবেল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার পূর্বদেবু গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল হোসেন (২৩) ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। পুলিশ ও শিশুটির মা জানায়, বুধবার বিকাল তিনটার দিকে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এসময় প্রতিবেশী যুবক রুবেল হোসেন টাকার লোভ দেখিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি তার মাকে জানায়। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে রাতেই রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং ধর্ষক রুবেল হোসেনের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।