রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারির পরও কিরগিজস্তানের রাজধানী বিশকেক-এ প্রতিদ্বন্দ্বি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। শুক্রবার পাল্টাপাল্টি বিক্ষোভের সময় সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আটামবায়েভের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ কিরগিজস্তানে পার্লামেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। ব্যাপক বিক্ষোভের মুখে পার্লামেন্ট নির্বাচনের ফলাফল বাতিল করে দিয়েছে কিরগিজস্তানের নির্বাচনি কর্তৃপক্ষ।
নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভকারীরা রাতভর দফায় দফায় পার্লামেন্ট ভবনে ঢুকে পড়া ছাড়াও পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়। কিরগিজস্তানে গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে বিরোধী দলগুলোর কর্মী-সমর্থকরা মঙ্গলবার থেকে বিভিন্ন সরকারি কার্যালয় দখল করে রেখেছে।
এর আগে জেনবেকোভ বলেছিলেন, রাজনৈতিক অস্থিরতা নিরসনে নতুন মন্ত্রিসভা গঠনের পর তিনি পদত্যাগ করতে প্রস্তুত। এই মন্ত্রিসভা শনিবারেই গঠিত হতে পারে বলে স্থানীয় নিউজ ওয়েবসাইটগুলো ডেপুটি স্পিকারের বরাত দিয়ে জানিয়েছে।