মোঃ রনি ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুর জেলার হাজীগঞ্জ- রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা দূর্ভোগের সীমা নেই জন মনে অসন্তোষ। যে সকল যায়গায় বেহাল দশা বেশি পরিনত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য, হাজীগঞ্জ পৌরসভার চৌরাস্তা জিয়া নগর, রনি বিক্সফিল্ডের সামনে, বেলচো বাজার, সেন্দ্রা কামার বাড়ির সামনে, মনতলা বাজার, চালিয়া পাড়া ভূঁইয়া বাড়ি সামনে এবং ফরিদগঞ্জ উপজেলার শেষ সীমান্তে ফকির বাজার নব নির্মিত ব্রিজের বাইপাস সড়কের বেহাল দশা।
এই দূর্ভোগের মধ্যে দিয়ে প্রতিদিন এই রাস্তা দিয়ে বিপুল পরিমাণে যানবাহন চলাচল করে। রাস্তাটি মানুষের চলাচলকারী এবং স্থানীয় বাসিন্দারা রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন। তাই কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।