মোঃ রনি,ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার (চাঁদপুর–লক্ষীপুর) আঞ্চলিক সড়কে ফরিদগঞ্জ ডায়াবেটিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের সামনে আজ (২৬ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দে) সোমবার ৮:২০ মিনিটের সময় চাঁদপুর গামী দ্রুত গতির (লক্ষীপুর-ট ১১০০১৮)নাম্বারের ট্রাকের ধাক্কায় জান্নাত (১২) নামের এক শিশু রাস্তা পারাপারের সময় ঘটনাস্থলেই নিহত হন।
নিহত জান্নাত চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মৃত :মোক্তার হোসেন এর মেয়ে।দারিদ্রতার কারনে ৩ সন্তানকে জান্নাতের মা ফরিদগঞ্জের কেরোয়া বাপের বাড়িতে থাকে।
জানা যায়,জান্নাত তার নানুর সাথে ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে রোগী নিয়ে আসে। হাসপাতাল থেকে তাকে মোবাইল রির্চাজের জন্য দোকানে পাঠানো হয়।সে রাস্তা পার হয়ে এক পাশে চলে গেলেও দ্রুতগামী ট্রাকটির বেপারোয়া ওভারট্রেকিং করতে গেলে মেয়েটিকে ধাক্কা দিয়ে ট্রাকটি চলে যায়।তার পর স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করলে দেখা যায় মেয়েটি আর বেঁচে নেই।পরে স্থানীয়রা ফরিদগঞ্জ বেড়ি ব্রিজের উপর থেকে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।