করোনা মাহামারীর কারণে দীর্ঘ দিন বন্ধ আছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, কবে খুলবে সেই সিদ্ধান্ত ২৫ আগস্টের পর জানা যাবে। তবে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও (ইবতেদায়ি) সমাপনী পরীক্ষা বাতিলের একটি প্রস্তাব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেনের স্বাক্ষর শেষে এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপরই নির্ভর করছে এ বছর (পিইসি) ও (ইবতেদায়ি) পরীক্ষা বাতিল হবে কি না।

এ প্রসঙ্গে সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন গতকাল বলেন, দীর্ঘ দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বর্তমানে করোনা মহামারীর এ পরিস্থিতিতে ২০২০ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার যাতে গ্রহণ না করা হয়,এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখন প্রাথমিক সমপনী পরীক্ষা হবে কি হবে না,তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর।