নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকায় “বাইতুছ সালাত” জামে মসজিদের এশার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছিল মসজিদের এসি থেকে এ বিস্ফোরণের কারনে ঘটনাটি ঘটতে পারে। পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন গণমাধ্যম কে জানান, মসজিদের নিচ দিয়ে গ্যাসের একটি লাইন আছে। ওই গ্যাসের লাইনের ত্রুটি থাকার কারনে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

এ ঘটনায় ইমাম ও মুয়াজ্জিন, মুসুল্লিসহ প্রায় ৪৫ জন আহত হয়। তাদের মধ্যে ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।