করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত সংকটকালে ধরনের গন পরিবহন বন্ধ রাখে সরকার,যাতে একজন থেকে অন্যজনের শরীরে করোনা ছড়াতে না পারে। সরকার এই জন্য ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা জেলাকে লকডাউনের আওতায় আনেন। পরবর্তীতে সীমিত পরিসরে ৩১মে থেকে সব ধরনের বাস, মিনিবাসে পাশাপাশি দুইটি আসনের একটি খালি রেখে যাত্রী পরিবহন করতে হবে৷ মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না৷ এমন নির্দেশনা দিয়ে আন্তঃজেলা ও দূরপাল্লা দুই রুটেই বাস, মিনিবাস চলাচলে ষাট ভাগ পর্যন্ত ভাড়া বৃদ্ধির একটি প্রজ্ঞাপন দিয়েছে সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ৷
এ প্রজ্ঞাপনে বাসের বর্ধিত ভাড়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। ১লা সেপ্টেম্বর থেকে পূর্বের নিয়মেই ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর প্রধান কার্যালয়ে গণ পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।