যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি মানবাধিকার কর্মী ইয়াহিয়া আসিরি জানিয়েছেন, তাদের লক্ষ্য সৌদি আরবে গণতন্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এর প্রেক্ষিতে সৌদি নির্বাসিত অনেকেই মিলে একটা রাজনৈতিক দল গঠন করছন। এই নতুন দলের নাম রাখা হয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি। তারা কেউ আছেন যুক্তরাজ্যে, কেউ আমেরিকা, কানাডা বা অন্য কোনো দেশে। সকলেই সৌদি আরব থেকে নির্বাসিত।
দলের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সৌদি সরকার সহিংসতা ও দমননীতি নিয়ে চলেছে। অন্য দলের কর্মীদের হয়রানি করার জন্য গ্রেফতার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অযথা হয়রানির ব্যবস্থা নেয়া হচ্ছে,এমনকি তাদের মেরেও ফেলা হচ্ছে। তাদের বিরোধীদের অযথা গ্রেফতার করে রেখেছেন। ২০১৮তে সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাতে তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সৌদি আধিকারিকরা অবশ্য যুবরাজের ভূমিকার কথা অস্বীকার করেছেন।
আসিরি হলেন সাবেক বিমান বাহিনীর অফিসার। তিনি বলেছেন, খুব সংকটজনক সময়ে এই দল গঠন করা হয়েছে। দলের মুখপাত্র ও যুক্তরাজ্যের শিক্ষাকর্মী এম আল-রশিদ জানিয়েছেন, বর্তমানে ক্ষমতাসীন রাজ-পরিবারের বিরুদ্ধে তাদের কোনো শত্রুতার সম্পর্ক নেই। কিন্তু সরকারি দমন নিপীড়ন দিন দিন বাড়েই চলছে। এই দমন নিপীড়ন বন্ধে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের এই দল গঠন করা বলে তিনি জানান।