লক্ষীপুর জেলা রায়পুর প্রতিনিধিঃ খালেদ মোশারফ (নিশান):
লক্ষ্মীপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন সহ ১০ নেতাকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ২ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার মীরগঞ্জ এলাকা থেকে প্রায় ১ হাজার মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে যুবলীগ নেতাদের অভ্যর্থনা জানানো হয়। এরপর গাড়িবহরে শহরে যুবলীগ সভা মঞ্চে নেয়া হয়, পরে তারা সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ।
সংবর্ধিত অতিথিরা হলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী, উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমীন, সহ-সম্পাদক এডভোকেট জয়নাল আবেদীন চৌধুরী রিগ্যান, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, এডভোকেট মোঃ শওকত হায়াত, সদস্য মোজাম্মেল হোসেন, এবিএম শেখ ফরিদ জীবন, আশফাক আহমেদ চৌধুরী এবং জহিরুল আমিন জহির। তারা সকলেই লক্ষ্মীপুরের কৃতি সন্তান এবং নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন।