লক্ষীপুর (রায়পুর উপজেলা প্রতিনিধি) খালেদ মোশারফ (নিশান):
গত বছরের ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠনের প্রায় এক বছর পর গত শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০১ সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান পেয়েছেন লক্ষীপুরের ৪ কৃতি সন্তান, তারা হলেন হাবিবুর রহমান (পবন) “প্রেসিডিয়াম সদস্য” সামছুল ইসলাম পাটওয়ারী, “উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক”, এডভোকেট জয়নাল আবেদীন চৌধুরী (রিগ্যান) “সহ-সম্পাদক” মোক্তার চৌধুরী (কামাল) কে “নির্বাহী সদস্য” হিসাবে নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গত শনিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।