মোহাম্মদ আলী,মোংলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নব নির্মিত ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মোংলা উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের আয়াজনে রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় মোংলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোংলা পৌর শহরের চৌধুরীর মোড় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার। সমাবেশ বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা সেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি এস এম কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নব নির্মিত ভাস্কর্য ভাংচুরের এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে যুবলীগের সকল নেতা-কর্মীদের রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান। যারা এ কাজের সাথে জড়িত তাদের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবী জানান বক্তরা। সমাবেশের আগে একটি বিশাল বিক্ষোভ মিছিল মোংলা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শণ করে।