মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে অবস্থিত শিববাড়ি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষ্যে উপহার শামগ্রী (ফল ও মিষ্টি) পাঠিয়েছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার)।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের পক্ষে এসব উপহার সামগ্রী মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ডিবির ওসি বিনয় ভূষণ রায়, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, কুলাউড়া থানার এস আই সনক কান্তি দাস, কানাই লাল চক্রবর্তী, পরিমল চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন প্রমুখ।