মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা হলরুমে এ দিবসটি পালন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে এবং আইজিএ প্রশিক্ষক মিনতি দাস এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব একেএম সফি আহমদ সলমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল আহমদ, তথ্য সেবা কর্মকর্তা পিয়ারা আক্তার রুবি প্রমুখ।
সভায় বক্তারা দিবসের প্রতিপাদ্যকে বাস্তবায়নে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।