আলোচনা-সমালোচনা নিয়ে অবশেষে কাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন। নির্বাচনের ভেন্যু ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলবে ভোটগ্রহণ। ভোটার সংখ্যা ১৩৯। ভোট গ্রহণের আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা। এই নির্বাচনের মূল আকর্ষণ হচ্ছে সভাপতি পদে সালাউদ্দিন-মানিক দ্বৈরথ।
উল্লেখ্য বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছিল ৩০ এপ্রিল। বাফুফে ২০ এপ্রিল নির্বাচনের দিন ধার্য করেছিল। কিন্তু জীবনঘাতী করোনাভাইরাসের কারণে ফিফা ও এএফসির অনুমতি নিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয় বাফুফের নির্বাচন। অবশেষে পরিস্থিতি অনেকটা অনুকূলে আসায় অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদ এবং সমন্বয় পরিষদ নামে দুটি প্যানেল রয়েছে।