মোঃ রনি:ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আজ (১৮ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দে) বুধবার সকাল ৯ ঘটিকা থেকে ১১ ঘটিকা পর্যন্ত, হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কর্তৃক “করোনা-মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গণসচেতনতা মূলক কার্যক্রম হাজীগঞ্জ বাজার ট্রাফিক পুলিশ বক্সের কাছে অনুষ্ঠিত হয় এবং সাস্থ্য বিধি মেনে র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং তাদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ “মো. মাসুদ আহাম্মদ” হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। আরো উপস্থিত ছিলেন “মো. আনোয়ার উল্যা” উপাধ্যক্ষ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। এছাড়াও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, পরিচালনা পর্ষদের সম্মানীত সদস্যবৃন্দ এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য ও বাদক দল।
অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ বলেন, একটু সতর্ক ও সচেতন হলেই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। যেহেতু ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়ায় তাই শারীরিক দূরত্ব অবশ্যই মেনে চলতে হবে। নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায় বলে মাস্ক পড়া বাধ্যতামূলক তা আমাদের মেনে চলা উচিৎ। এছাড়াও হাতে ভাইরাস লেগে গেলে তা নাক-মুখ-চোখ দিয়ে ঢুকে গিয়ে ঘটাতে পারে বলে অবশ্যই ২০-৪০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তিনি আরো বলেন, শুধু মাস্ক পড়লেই চলবে না,তা সঠিক ভাবে পড়তে হবে। খেয়াল রাখবেন যাতে মাস্কটি সম্পূর্ণ ভাবে নাক ও মুখ ঢেকে রাখে। অবশেষে, তিনি সবাইর সুস্থতা কামনা করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।