কোভিড-১৯ করোনাভাইরাসের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ মকবুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৬ অক্টোবর রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে তাঁর করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর ১৮ অক্টোবর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে স্কয়ার হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।