টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা জনাব একাব্বর হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার রাতে করোনার নমুনার ফলাফলে তার করোনা পজেটিভ আসে৷ এছাড়া তাঁর স্ত্রী ঝর্ণা হোসেনও করোনায় আক্রান্ত হয়। তাঁরা তীব্র জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করলে প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করা হয়। গত বুধবার বিকেলে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাতে তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তির কার্যক্রম শুরু হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন তার পুত্র বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।
পারিবারিক সূত্রে জানা যায়, জ্বর ও শরীরে ব্যথা অনুভূত হলে গত রোববার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ঝর্ণা হোসেন। সোমবার তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। এছাড়া বুধবার সকালে করোনার নমুনা দেন এমপি একাব্বর হোসেন। বিকেলে তার রিপোর্টও পজিটিভ আসে। এ নিয়ে জেলায় দ্বিতীয় কোন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।
এছাড়া তাঁর বাবা-মার অসুস্থতার খবর শুনে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাহরীম হোসেন সীমান্ত।