আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার কিছু উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করাতে দেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর)এ বিষয়টি আ ফ ম বাহাউদ্দিন নাছিম নিজেই তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন।
বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান নাছিম। তিনি ও তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।