মামুনু রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি || মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের যুগীবিল গ্রামে শ্যামল ছায়া গুচ্ছগ্রাম পরিদর্শন ও প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান (এনডিসি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যোগীবিল গ্রামে প্রকল্পটি পরিদর্শন শেষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী ও অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপকারভোগীরা তাদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গুচ্ছগ্রামে অবস্থান সম্পর্কিত তাদের সংশ্লিষ্ট বিষয়াদি উপস্থাপন করেন।