সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ধরতে সাড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। স্বামীকে মারধর করে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এসব বিষয় নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম। তিনি বলেন, আমরা রাতে এমসি কলেজের হোস্টেলে অভিযান পরিচালনা করে সাইফুর রহমানে রুম থেকে ১ টি পাইপগান, ৪ টি রামদা, ১ টি চাকুসহ বিভিন্ন জিনিস আটক করি। যাদের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ধর্ষিত তরুণী তার স্বামীকে নিয়ে সিলেটের এমসি কলেজের ঘুরতে আসেন। ঘুরার এক পর্যায়ে রাত ৮ টার দিকে তরুণীর স্বামী সিগারেট খাওয়ার জন্য এমসি কলেজের গেইটের বাইরে বের হন। এসময় কয়েকজন যুবক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চান। এতে তরুণীর স্বামী প্রতিবাদ করলে তাকে মারধোর শুরু করেন ছাত্রলীগের কর্মীরা। এক পর্যায়ে তরুণী ও তার স্বামীকে ছাত্রলীগের নেতাকর্মীরা এমসি কলেজের হোস্টেলে নিয়ে যান। সেখানে স্বামীকে বেঁধে ছাত্রলীগের তিন-চারজন নেতাকর্মী তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে অভিযুক্তদের ধরতে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছেন তারা।