মোংলা প্রতিনিধিঃ
আসন্ন মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন নিয়ে মোংলাবাসির মধ্যে অনিশ্চিত ভাবনা কাজ করছিলো। গত বারের মত এবারো নির্বাচন হবে কি না এ নিয়ে ছিলো আশংক্ষা। এ নিয়ে দফায় দফায় চলেছে মিছিল,মিটিং,আলোচনা সভা, মানববন্ধন।
উল্লেখ্য,পোর্ট পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১১ সালের ১৩ জানুয়ারি। বর্তমান পরিষদের মেয়াদকাল উত্তীর্ণ হওয়ার পরেও সীমানা সংক্রান্ত জটিলতায় পাঁচ বছর আটকে থাকে এ নির্বাচন।
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ৪ অক্টোবর ২০২০ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জরি করেছে। স্থানীয় সরকার (পৌরসভা)আইন ২০০৯ সনের ৫৮ নং আইন এর ১৩ ও ১৬ ধারা অনুসারে বাগেরহাট জেলার মোংলা পোর্ট পৌরসাভার বিদ্যমান এলাকাসহ সম্প্রসারিত এলাকা নিয়ে সাধারণ ওয়ার্ডের সীমানা নির্ধারণ করে সরকারী আদেশ জারি করে। ফলে যে কোন সময় হতে পারে পৌর নির্বাচন।
এই গেজেট প্রকাশের পর পৌরবাসির মধ্যে একটু সস্থি বিরাজ কোরছে। এরই মধ্যে পৌর এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। চায়ের দোকান,হাটে-বাজারে,পথে-প্রান্তরে জনতার মাঝে চলছে এ নিয়ে নানা কথাবার্তা। কেউ চান দলীয়, কেউ চান নির্দলীয় মেয়র। লোকমুখে অনেকের নাম শোনা যাচ্ছে । সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে চুল-ছেঁড়া বিশ্লেষণ।
অনেকেই নিজ এলাকায় চালাচ্ছেন প্রচারণা। তবে প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই বেশি দেখা যাচ্ছে। প্রচারণার অংশ হিসেবে অনেকে সামাজিক কর্মকান্ডের মধ্যদিয়ে নিজেকে জানান দিচ্ছে।
অনেকে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দৌড়ঝাপ শুরু করেছে। এবার মোংলা পোর্ট পৌরসভায় নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৫ জন প্রার্থী আলোচনায় আছেন। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা বাগেরহাট জেলা পরিষদের সদস্য শেখ আব্দুর রহমান,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইকবাল হোসেন।
এদিকে বিএনপি থেকে একক ভাবে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী। সর্বশেষ স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মোংলা বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও মোংলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব এইচ.এম দুলাল।
এছাড়াও মোংলা পৌর শহরের ৯ টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে বেশ কয়েকজন কাউন্সিলার প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য সামাজিক কর্মকান্ডের মধ্যদিয়ে নিজেকে জানান দিচ্ছে। সর্বপরি ১০ বছর পর এ নির্বাচনকে কেন্দ্র করে মোংলা পৌর শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।