বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করা হবে আজ বুধবার। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আছাদুজ্জামান এ রায় ঘোষণা করবেন। রায়কে কেন্দ্র করে নিহত রিফাতের বাবার নিরাপত্তায় মঙ্গলবার রাতে দুজন পুলিশ সদস্য নিয়োজিত করা করা হয়। পুলিশি নিরাপত্তায় আনা হয়েছে রিফাতের বাড়িও।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন সকালে বরগুনা সরকারী কলেজের গেটে কিশোর গ্যাং নয়ন বন্ড বাহিনী প্রকাশ্যে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে কলেজছাত্র রিফাত শরীফকে। ঘটনার সময় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি তার স্বামীকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশ-বিদেশে আলোচিত হয় রিফাত শরীফ হত্যাকান্ড।
এ ঘটনায় নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং ৫/৬ জন অজ্ঞাত আসামির নামে ২৭ জুন বরগুনা থানায় এজাহার দায়ের করেন। তার দায়েরকৃত মামলায় নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ছিল এক নম্বর সাক্ষী। পরবর্তীতে পুলিশ তদন্তে এ হত্যাকা-ের প্ররোচণার সঙ্গে মিন্নির সম্পৃক্ততা পেয়ে তাকে আসামি করে এবং তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।