এসএম তারুণ্য নাহিদ রায়পুরা উপজেলা ( নরসিংদী) প্রতিনিধি: সারা বাংলাদেশেই শীতের তীব্রতা মৃদু আকারে বাড়তে শুরু করায় শীতার্ত গরীব মানুষ গুলো চরম দুর্ভোগে যখন ক্লান্ত হয়ে আছে ঠিক তখনই তাদের পাশে আমার রায়পুরাবাসী ফেসবুক গ্রুপের উদ্যোগে ডৌকারচর ইউনিয়নে কম্বল বিতরণ করেন গ্রুপের নেতৃবৃন্দ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড সদস্য আব্দুল বাতেন মেম্বার, গ্রুপের প্রধান উপদেষ্টা আলিফুল হক বাবুল, প্রভাষক আবুল হাসান তারেক, এডমিন মোবারক রহমান, এডমিন উবায়দুল্লা, মডারেটর জয় ইসলাম, ডৌকারচর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবুল কালাম আযাদ, ডা. মোবারক হোসেন প্রমুখ।