আজ রোববার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। খ্রিস্টীয় ৫৭০ সাল হিসেবে আরবি ১২ রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন শান্তির ধর্ম ইসলামের প্রচারক, নবীকুলের শিরোমণি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সাইয়েদুল মোরসালিন হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর পর একই দিনে ওফাত হয় তাঁর।
এ কারণে ১২ রবিউল আউয়াল দিনটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে একই সঙ্গে আনন্দ ও বেদনার। তারা দিনটিকে ঈদে মিলাদুন্নবী (সা.) বা সিরাতুন্নবী (সা.) হিসেবে পালন করেন। বছর ঘুরে আজ আবার এসেছে বিশেষ দিনটি।
ইসলাম ধর্মমতে, পৃথিবী যখন পাপাচারের অন্ধকারে ডুবে যেতে বসেছিল, তখন মহান আল্লাহতায়ালা মহানবীকে (সা.) মানবজাতির ত্রাণকর্তা হিসেবে পাঠিয়েছিলেন। ৪০ বছর বয়সে নবুয়ত পাওয়ার পর বিশ্ববাসীকে মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানান হজরত মুহাম্মদ (সা.)।
তিনি সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবজাতির চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন। এর পর মহানবী (সা.) দীর্ঘ ২৩ বছর এই বার্তা প্রচার করে ৬৩ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন।
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) আজ জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। দেশের সব বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ ও বেসরকারি সংস্থাগুলোয় আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হবে।