করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল, জনাব মাহবুবে আলমের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে নেয়া হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে তাঁকে ভর্তি করা হয়। গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অ্যাটর্নি জেনারেলের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এ তথ্য নিশ্চিত করেন তার চেম্বারের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ মিয়া। অ্যাটর্নি জেনারেল সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।